ঢাকা: ঢাকার আশুলিয়ায় ইয়াবা ও একটি গাঁজার গাছসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব-৪)।
রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪। এর আগে শনিবার সন্ধায় আশুলিয়ার জামগড়া থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, মো.জসিম (২৭), মো. আব্দুল্লাহ শুভ (২৮), মো. সুজন খাঁন (৩২) ও মো. আব্দুল্লাহ (৩৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামগড়া থেকে ৪ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ১টি গাঁজা গাছ, নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করে র্যাব সদস্যরা।
আটককৃতদের বিরুদ্ধে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম