রেব-২ এর কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, শ্যামলী পরিবহনের একটি বাস কক্সবাজারের চকোরিয়া থেকে ইয়াবার একটি চালান ঢাকায় নিয়ে আসছে সংবাদ পেয়ে তারা সকাল ৯টার দিকে বাসটি মহাখালী রেলগেট এলাকায় থামিয়ে তল্লাশি শুরু করে। পরে, বাস চালক নুর আলমের শিকারোক্তির ভিত্তিতে সিটের পেছনে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আরো কয়েকজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান মহিউদ্দিন ফারুকী।