জাহেদ হাসান।। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাছুয়াখালী এলাকায় সরকারি ও ব্যক্তিগত জায়গা থেকে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান করা করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও মোহাম্মদ জাকারিয়া জানান,ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীতে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তিগত জায়গা থেকে পরিবেশ আইন অমান্য অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগকে সাথে নিয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান,জব্দকৃত বালু মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ডি শাহ্ আলম এর জিন্মায় রাখা হয়।একই সাথে জব্দকৃত বালুর পরিমাণ ও মুল্য নির্ধারণ করার জন্য পৃথকভাবে ২ টি কমিটি করে দেয়া হয়েছে। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে বালুর পরিমাণ ও মূল্য নির্ধারণ করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।এছাড়া পরিবেশ অধিদপ্তরকে এই অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন, মেহেরঘোনা রেঞ্জ
কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক,রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ডি শাহ্ আলম,সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বন বিভাগের স্টাফগন উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/ শিরিন আলম