নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখি মানুষ। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। ট্রেনের সময়সূচি ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্টেশনে যাত্রীরা। সর্বোচ্চ ২০ ঘন্টা দেরিতেও ছেড়েছে ট্রেন। এদিকে, সিরাজগঞ্জ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে কোন বাসই সময়মত ছাড়তে পারছে না। ফলে বাড়ছে যাত্রীদের অপেক্ষা।
শনিবার দিনভর ছিল রেলের সিডিউল বিপর্যয়। আর সেই বিপর্যয় রাতে এসে চরম মাত্রায় ভোগান্তিার কারণ হয়ে দাঁড়ায় যাত্রীদের। রংপুর এক্সপ্রেস শনিবার সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ১৯ ঘন্টা দেরিতে রোববার ভোর ৪টার দিকে ছেড়ে যায়। একইভাবে লালমনি ঈদ স্পেশাল শনিবার ৯টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ২০ ঘন্টা দেরিতে আজ ভোর ৫টায় ছেড়ে যায়। পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময় থেকে বিলম্বে ছেড়ে যায়।
ট্রেন সিডিউল বিপর্যয় হওয়ায় স্টেশনে পরিবার নিয়ে বিপাকে পড়েছে ঘরমুখি মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করে ক্লান্ত হয়ে স্টেশনেই বিশ্রাম করছে। তবে শত কষ্টের মধ্যে প্রিয়জনের কাছে যেতে পেরে খুশি তারা।
শুধু রেলপথ নয়, ঘরমুখো মানুষের ভোগান্তি উত্তবঙ্গগামী সড়ক পথেও। সিরাজগঞ্জ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ফলে কোন বাসই সময়মত ছাড়ছে না। এদিকে, রোববার সকালের লঞ্চ ধরতে সদরঘাট টার্মিনালে শনিবার রাত থেকেই মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম