নিজস্ব প্রতিবেদক।। যশোরে ঈদের দিন রান্না করে এতিমদের মাঝে বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
আজ সোমবার (২৪ মে) বিকেলে বাসায় রান্না করে এসব খাবার বিভিন্ন স্থানের এতিম শিশুদের মাঝে বিতরণ করেন তিনি। যশোরের সরকারি শিশু পরিবার (বালিকা) এ অবস্থারত ১২০ এতিম এ খাদ্য সহায়তা পান।
এদিকে খাদ্য সহায়তার দেওয়ায় সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে পুলিশ সুপারের প্রশংসায়। করোনার শুরু থেকেই এগিয়ে থাকা পুলিশ বাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন নানা মহলের লোকজন।
এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আমরা জেলা পুলিশ যশোর এবং আমি ব্যক্তিগতভাবে করোনা দূর্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে খাবার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় এই এতিম শিশুদের জন্য আমার পক্ষ থেকে কিছু খাবার সামগ্রী বিতরণ। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশে কর্মরত অন্যান্য সদস্যরা।