আমাদেরবাংলাদেশ ডেস্ক: : কোরবানীর ঈদ উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সোমবার ( ২৯ জুলাই) সকাল থেকে কমলাপুরসহ রাজধানীর ৫টি স্টেশন থেকে এই টিকিট বিক্রি শুরু হয়।
কাঙ্খিত টিকিট পেতে অনেকেই স্টেশনে ভিড় করেন রাত থেকে। আজ সোমবার দেয়া হচ্ছে ৭ আগস্টের টিকিট। এছাড়া এবারো অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকিট কেনার সুযোগ থাকছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে কমলাপুর রেল স্টেশনসহ ঢাকার ৫টি স্টেশন থেকে শুরু হয় ঈদ উল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথমদিন দেয়া হচ্ছে সাত আগস্টের টিকিট।
তবে টিকিট পেতে স্টেশনে প্রত্যাশীদের ভিড় ছিলো রাত থেকেই। সকাল থেকে সেই ভিড় বাড়ে আরো। কাঙ্খিত দিনের যাত্রা নিশ্চিত করতে পেরে খুশির কথা জানালেন যাত্রীরা।
এদিকে, এবারও অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকিট কেনার সুযোগ রয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম