ঈদ সামনে রেখে রাজধানীর পাঁচটি স্টেশনসহ সারাদেশে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এসব স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হলেও গেলো রাত ১০টার পরই অনেকে ভিড় করেছেন স্টেশনগুলোতে। আজ দেয়া হচ্ছে ৩১ মের টিকিট।
এ বছর কমলাপুর ছাড়াও বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া পুরাতন রেল ভবনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এজন্য প্রতিবছরের চেয়ে এ বছর কমলাপুর স্টেশনে আগাম টিকিট প্রত্যাশীদের সংখ্যা কম। টিকিট বিক্রিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে মাঠে রয়েছে মনিটরিং টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি থাকবে পুলিশ ও আনসার সদস্যরা। রেল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৭০ থেকে ৭২ হাজার টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদের পাঁচ দিনে তিন লাখ ৫০ হাজার যাত্রীকে সেবা দেবে। ৯৬টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি আট জোড়া বিশেষ ট্রেনও চলবে ঈদ উপলক্ষে।