জাহেদ হাসান।। কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫ কক্সবাজার।
জানা যায়,গত ১৯ সেপ্টেম্বর একজন ব্যক্তি র্যাব-১৫,এর কাছে অভিযােগ দায়ের করে এই মর্মে যে ,কয়েকজন অপহরণকারী তার ছােট ভাই নাজমুল ইসলাম ( ১৬ ) ‘ কে গত ১৫ সেপ্টেম্বর হতে খুঁজে পাওয়া যাচ্ছে না । এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে ।
এরপর গত ১৬ সেপ্টেম্বর একটি অপরিচিত মােবাইল নাম্বার থেকে কল করে মুক্তিপন হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৮ টায় র্যাব-১৫, এর একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান সনাক্ত করে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এর দক্ষিণে কক্সবাজার – টেকনাফ সড়কের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে ভিকটিম মােঃ নাজমুল ইসলাম ( ১৬ ) কে উদ্ধার করে।এসময় র্যাব- সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন অজ্ঞাত অপহরণকারী কৌশলে পালিয়ে যায়।
অপহৃত ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়,গত ১৫ সেপ্টেম্বর কয়েকজন অপহরণকারী তাকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ইয়াহিয়া গার্ডেন এর ভিতর কুমির খামারের সামনে থেকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে বন্ধ ঘরে আটকে রাখে এবং মারধর করে ।
একপর্যায়ে তার কাছ থেকে তার পরিবারের মােবাইল নম্বর নিয়ে মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলবে বলে হুমকী দেয় ? চিকিৎসা শেষে ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে এবং পলাতক অপহরণকারীদের গ্রেফতার করতে র্যাব-১৫,অভিযান অব্যাহত রেখেছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম