নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস মোকাবেলায় উত্তরণ ফাউন্ডেশনের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে দুই'শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
রবিবার (১৭ ই মে) দুপুরে ধামরাইয়ের ভাড়ারিয়া উপজেলায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এ ত্রান বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান বিতরণ করেন।
ত্রান বিতরণের সময় ধামরাই থানার অফিসার ইনচার্জ আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাগবে। শুধুমাত্র সকলের ঘরে থাকা নিশ্চিতের মাঝেই করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব বলে তিনি জানান।
ত্রান বিতরণকালে ধামরাই থানা পুলিশে কর্মরত অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম