জেলা প্রতিনিধি, নোয়াখালী:
দেশের সর্বত্র এলাকার উন্নয়নের সাথে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে নোয়াখালী পৌর এলাকার চিত্র। প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ । আর এসব উন্নয়নকাজ সম্পাদনে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন পৌর মেয়র সহিদ উল্লা খান সোহেল।
পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন তহবিলের আওতায় চারটি উৎপাদক নলকূপ, ১টি আয়রন রিমুভ্যাল প্ল্যান্ট, তিনটি ওভারহেড ট্যাংক, ২০ কিলোমটিার সঞ্চালন পাইপ লাইন ও ৪০ কিলেমিটার পাইপ লাইন নির্মাণের কাজ চলছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে ১০ সড়ক নির্মাণ, সোনাপুর পৌর বাজারে ছয় তলাবিশিষ্ট একটি সুপার মার্কেট ও কিচেন মার্কেটের নির্মাণ করা হচ্ছে বলে জানান মেয়র।
পৌর মেয়র সহিদ উল্লা খান সোহেল বলেন, ‘নোয়াখালী পৌরবাসীর সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা দিতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আগামীতেও এ উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।’