শনিবার (২০ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম নগরীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান থাকায় বন্দর এলাকায় যানজট বেড়েছে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। তিনি বলেন, বন্দরনগরীতে সড়ক সংস্কার, ওয়াসার পাইপ লাইন স্থাপন ও এক্সপ্রেসওয়ে নির্মাণসহ নানা উন্নয়নকাজ চলছে।