চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। উপকূলীয় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা দিয়েছে মৎস্য অধিদপ্তর।
ইউএসএআইডি এর অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় ইকোফিশ-বাংলাদেশ প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলার কুকরি মুকড়ি ইউনিয়নে মঙ্গলবার (২২জুন) বেলা সাড়ে ১২টায় দুই শতাধিক অসহায় ও দুস্থ জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরন বিতরন করা হয়।
অনুষ্ঠানে কুকরি-মুকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম মহাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগের উপ-পরিচালক জনাব আনিছুর রহমান তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম ও চরফ্যাশন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,মারুফ হোসেন মিনার।এসময় বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরনের মধ্যে হাঁস, ছাগল, ভেড়া ও কবুতর বিতরণ করা হয়।
এসময় বক্তারা মৎস্য সম্পদের উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিতকরনে জেলেদের উল্লেখযোগ্য ভূমিকার উপর বক্তব্য রাখেন।
এছাড়াও প্রদানকৃত গরু, ছাগল ও হাস মুরগী বিকল্প কর্মসংস্থান সহায়ক কাজে লাগিয়ে জেলেরা মৎস্য অবরোধকালীন সময়ে জীবিকা নির্বাহ করে মৎস্য আইন যথাযথভাবে পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম