মেহেদী হাসান রংপুর জেলা প্রতিনিধি।। করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। আক্রান্ত হয়েছে পুরো দেশ। কার্যত লকডাউন দেশের প্রতিটি জেলা। এরই অংশ হিসেবে লকডাউন ঘোষনা করা হয়েছে রংপুর জেলাকে। লকডাউন ঘোষণার ফলে সাধারন মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে সম্মুখযুদ্ধে লড়াই করে যাচ্ছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর এক উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক,রংপুরের পুলিশ সুপার(এসপি) বিপ্লব কুমার সরকার বিপিএম(বার)পিপিএম ।
জানা যায়, লকডাউনে রংপুর জেলার নাগরিকদের ঘরে থাকা নিশ্চিত করতে এবং সকলকে নিরাপত্তা প্রদানে করোনাকালের শুরু থেকে কাজ করছেন পুলিশ সুপার। জেলার খাদ্যের অভাবে না খেয়ে থাকা নিম্ন আয়ের লোকজন এবং অসহায় পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করেছেন ত্রান সামগ্রী। সহদয়তার হাত বাড়িয়ে দিয়েছেন করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে।
করোনাভাইরাসের এ সময়ে মধ্যরাতে অসুস্থ রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স ও চিকিৎসার সকল প্রকার দায়িত্ব বহন করছেন তিনি। তারই আদেশক্রমে রংপুর জেলাতে যেকোন সাহায্যে সবার আগে পাওয়া যাচ্ছে পুলিশকে। শুধ পুলিশ বাহিনী নয় সাধারণ মানুষের কাছেও তিনি হয়ে উঠেছেন একজন সুপার হিরো।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, ‘করোনার এ সময়ে দেশের সকলকিছু থেমে থাকলেও থেমে নেই বাংলাদেশ পুলিশের কার্যক্রম। দেশের প্রতিটি থানার পুলিশ কর্মকর্তারা সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছেন। রংপুর জেলায় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে নিরাপদে থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব শেষে বাসায় প্রবেশের পূর্বে সবাইকে হাত ধৌত করে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে। যদি কোন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয় তবে রংপুর জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিপ্লব কুমার আরও জানান, ‘ পবিত্র ঈদকে কেন্দ্র করে লকডাউন কিছুটা শিথিল করা হলেও দেশবাসী তথা রংপুরবাসীকে সাবধানে জনসমাগম এড়িয়ে চলাচল করার অনুরোধ জানানো হচ্ছে। ভয়াবহ এই মহামারি কখনো সরকার বা পুলিশের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। প্রতেকে নিজ নিজ ঘরে করোনাযোদ্ধা হিসেবে অবস্থান করতে বলা হচ্ছ। যেকোন ধরনের সাহায্য রংপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।