স্টাফ রিপোর্টার:
কুয়েত প্রবাসী শারাফাত আলী (শরবত)।
সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন অনেক আগ থেকেই। মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজের উন্নয়নে রয়েছে তার অবদান। গ্রামের জন্য কোনো কিছু দরকার। কিন্তু টাকা নেই। কার কাছে যাওয়া যায়? তখনই মনে পরে প্রবাসী শরবতের কথা। বেশি দিন আগের কথা নয়।
সরকারের পক্ষ থেকে খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসার জন্য একটি আর্সেনিকমুক্ত টিউবয়েল বরাদ্দ দেয়া হয়|কিন্তু সেই টিউবয়েল স্থাপনের জন্য প্রয়োজন হয় অর্থের। গ্রামের জসিম নেতা কথা বলেন সমাজ সেবক শররাফাত আলী শরবতের সাথে। তাৎক্ষনিক ১০ হাজার টাকা দেওয়ার কথা জানা। ইতোমধ্যে তার দেয়া অর্থে টিউবয়েল স্থাপনে কাজ শুরু হয়েছে। অল্প কয়েকদিরে মধ্যে শিক্ষার্থীরা নিরাপদ সুপেয় পানি পান করতে পারবেন। এভাবেই প্রতিনিয়ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন নবাবগঞ্জ উপজেলার খানেপুর গ্রামের কৃতী সন্তান কুয়েত প্রবাসী মো. শারাফাত আলী । ডাক নাম শরবত। অনেক অর্থবৃত্ত নাই তার। তবে মানব কল্যাাণে রয়েছে তার তুমুল আগ্রহ। প্রবাসী ও গ্রামবাসীদের আগ্রহে আগামী ইউপি নির্বাচনে তিনি নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু মাদরাসারা উন্নয়নেই নয়। গত ২৮ জানুয়ারি খানেপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিরা প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। মাদকমুক্ত যুব সমাজ গড়তে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টেও তিনি আর্থিক সহায়তা করেন সব সময়। প্রবাসী শরবত আলী বলেন, আমাদের গ্রামে সবই আছে। শুধু ছিল না একটি মাদরাসা। সেটিও এখন হয়ে গেছে। তাই মাদরাসার উন্নয়নে আমি সবধরণের সহায়তা প্রদান করব। তিনি এলাকাবাসীর সবাইকে এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম