একদা কঙ্করে মোড়া
কঠিন পাহাড়ে
ছিলো যার বসবাস
বালুকা বেলায় দাঁড়িয়ে
আজ তাকে দিলাম ছুটি।
বাক্সবন্দী রঙিন চিঠির ভাজে
আরো একটি নতুন সংযোজন হোক
আমার সোনালি দিনের স্মৃতির।
খুঁজবো না আর কাউকে
কোনো পড়ন্ত বিকেলে
কমলা আলোর ভাজে
একাকি দাঁড়িয়ে।
ভালোবাসা আমার হোক
শুধু আমারই মতো করে।
তাকে দিলাম ছুটি
মাহাসরূপা টুবন
টাঙ্গাইল
২৮ সেপ্টেম্বর ২০২১ইং