আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জস বাটলারের দুর্দান্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার তোলা ১৫৭ রান বাটলারের ফিফটিতে ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইংলিশরা।শুরুটা মোটেও ভালো হয় নি অজিদের। টস জিতে ব্যাটিং নেয়াটাই কাল হয়ে দাড়িয়েছে। ওয়ার্নার ফিরেছে শূণ্য হাতে। প্রোমোশন পেয়ে তিনে নামা ক্যারি করেছেন দুই। ১০ করে রান আউটে কাটা পড়েছেন স্মিথ।
পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে তাই বিপদে অস্ট্রেলিয়া। ফিঞ্চের চল্লিশ, স্টয়নিসের ৩৫ আর শেষদিকে ম্যাক্সওয়েল আর অ্যাগারের বিশের ঘরের দুই ইনিংসে ১৫৭ রান তোলে অস্ট্রেলিয়া।জবাব দিতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন বেয়ারস্টো। এরপর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাভিদ মালানের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন বাটলার।
৪২ রান করে মালান বিদায় নেওয়ার পর টম ব্যান্টন ও ইয়ন মরগ্যান বিদায় নিলে বিপদে পড়ে যায় ইনিংশরা। কিন্তু ২৯ রানে ৩ উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তোলেন বাটলার।
তবে, মালানের ৪২ আর জস বাটলারের অপরাজিত ৭৭ রানে সহজেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটাও সাউদাম্পটনের একই ভেন্যুতে, মঙ্গলবারে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত