আমাদের বাংলাদেশ ডেস্ক: কুমিল্লায় বিচারকের সামনেই এজলাসের ভেতর হত্যাকান্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন হত্যাকান্ডকে অনাকাঙ্খিত উল্লেখ করে এ ঘটনায় কারো অবহেলা থাকলে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।
এ সময় আদালত কক্ষে আরো নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেন তিনি।
মঙ্গলবার ( ১৬জুলাই) সকালে পিলখানায় বিজিবিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এর সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তে প্রমাণ পেলে ছাড় না দেয়ার কথাও জানান আসাদুজ্জামান খান কামাল।