প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২০, ৭:৫০ পূর্বাহ্ণ
এবং রুদ্র গল্পের জাদুকর মহসিন সরকারের!

নিজস্ব প্রতিবেদক।। বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। সারা বছর অনেকেই এ মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হওয়ায় এমনই এটি আবেগের জায়গা। তার ওপর আবার এ উপলক্ষে মাতৃভাষার বইয়ের মেলা। তাই আবেগ-চেতনা অন্য মাত্রায় গিয়ে পৌঁছে। বাংলা একাডেমির উদ্যোগে একাডেমির চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানে বসেছে এ মেলা। দেশের প্রায় পাঁচ শতাধিক প্রকাশনী সংস্থা ব্যস্ত রয়েছে নতুন বই প্রকাশের নানা কর্মকাণ্ড নিয়ে।
প্রতিবারের মতো এবারের মেলায়ও লেখকদের বিভিন্ন রকমের বই প্রকাশিত হবে। এরই ধারা অনুযায়ী এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ 'এবং রুদ্র' প্রকাশিত হবে।
মহসিনা সরকার,পপুলেশন
সায়েন্স (দ্বিতীয় বর্ষের)একজন শিক্ষার্থী।তিনি বর্তমানে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন।
উল্লেখ্য,অমর একুশে বই মেলা ২০২০ এ ঘাসফুল প্রকাশের ৪৬৩ নং স্টলে মেলা শুরুর দিন থেকেই পাওয়া যাবে মহসিনা সরকারের 'এবং রুদ্র' কাব্যগ্রন্থটি।বইটির মূল্য মাত্র ১২০/- টাকা।আশা করা যায় পাঠকের কাছে বেশ জনপ্রিয়তা পাবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম