ঢাকা।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। কিছুতেই যেন এই করোনাভাইরাসকে দমানো যাচ্ছে না। স্পেনের রাজকন্যাকেও ছাড়ল না এই দানব ভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের রাজকন্যার মৃত্যু হয়েছে। তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৭ মার্চ) তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। রাজপরিবারের সদস্যদের মাঝে কোনো ব্যক্তির করোনায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম।
ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬)। প্রিন্স সিক্সটাস হেনরি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেইলি স্টার ইউকের খবরে বলা হয়েছে প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম