ঢাকা।। মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯ ) এ আক্রান্ত হয়েছে ঢাকাই সিনেমার অভিনেতা কাজী মারুফ ও তার স্ত্রী। কাজী মারুফের বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজী মারুফ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের দুটি সন্তান সুস্থ রয়েছেন বলেও তিনি জানান।