আমাদেরবাংলাদেশ ডেস্ক।।লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রোববার দেশটির পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেছেন। এর আগে দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ পদত্যাগ করেন।কাত্তার এক বিবৃতিতে বলেন, এই মহাবিপর্যয়ের মধ্যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমান সরকার বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর তিনি তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।বৈরুত বিস্ফোরণের পর সরকার বিরোধী বিক্ষোভের মুখে রোববার দিনের শুরুর দিকে পদত্যাগ করেন লেবানিজ তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।স্থানীয় আল-জাদীদ সম্প্রচার মাধ্যম জানিয়েছে, তবে নিজের দায়িত্বে বহাল থাকতে কাত্তারকে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
শনিবার দেশটির একাধিক এমপিও তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বৈরুত বিস্ফোরণ পর হাজার হাজার ক্ষুদ্ধ জনতা শনিবার রাস্তায় নেমে আসে। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ওই বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল।বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেছে। এমনকি তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়ে।
গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়। আহত হয় ৬ হাজারের বেশি মানুষ। দেশটির কর্তৃপক্ষ বলছে, বন্দরের একটি গুদাম মজুদ থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে ওই বিস্ফোরণ ঘটেছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম