আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মেয়েদের ওপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান। কমনওয়েলথের এই বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত রয়েছে। এবং সেই প্রচার মঞ্চেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন জয়া আহসান।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু তারকাও সামিল এই প্রতিবাদ প্রচারে। সেখানেই নো মোর ক্যাম্পেনিংয়ে সামিল জয়া।
ঘরে নারীদের নির্যাতন প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে জয়া আহসান বলেন, ‘‘হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, গার্হস্থ্য হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ করেনি কেউ! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। উল্টে সাফাই গেয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই নিয়ে বাইরে কথা হবে কেন? এবার বলার সময় এসেছে, ‘আর না’।’’
তিনি বলেন, কোভিড-১৯ নিয়ে সবাই আতঙ্কিত। নিত্যদিন ঘটে চলা অকথ্য অত্যাচার যে কত নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা আতঙ্কের নয়? দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের কলঙ্কিত অধ্যায় মুছে ফেলতে তাই ডাক দিয়েছেন,‘‘নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।’’
জয়া আরও বলেন, সমাজের আনাচেকানাচে একটাই কথা ধ্বনিত হোক, ‘আর না’। তবেই হিংসা গিয়ে সম্মান ফিরবে নারী জীবনে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম