ঢাকা।। এবার লকডাউন করা হলো শেরেবাংলা নগরের মোতাহার বস্তি এলাকা। বুধবার ঐ এলাকার এক বাসিন্দার শরীরে করোনার উপস্থিতি পাওয়ায় পুলিশ ঐ এলাকাটি ঘিরে রেখেছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে বস্তিটি লকডাউন করে দেয়া হয়। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বস্তি লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৪ জনে। মোট মৃত্যু হয়েছে ২০ জনের।