আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রীদের ভোগান্তি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারাদেশে ঈদযাত্রা সম্পূর্ণ স্বস্তিদায়ক হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করছি।
রোববার সকালে রাজধানীর সায়েদাবাদে সড়ক ও জনপথ মোড়ে ঈদযাত্রা নিয়ে আলাপকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, চালকদের রং সাইডে গাড়ি নিয়ে প্রবেশের কারণে সড়কে যানজট হয়েছে। দুপুরের পর টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম