খেলাধুলা ডেস্ক।। মাশরাফি বিন মুর্তজা ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার তিনদিনের মাথায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
রোববার বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, 'তামিম ইকবালকে লম্বা সময়ের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। আমাদের ধারণা ছিল স্বল্প মেয়াদে করব। চেয়েছিলাম আগামী বছর একজনকে পূর্ণাঙ্গ করতে। কিন্তু আজকের বোর্ড সভা শেষে আমরা চিন্তা করলাম তামিমকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। আমরা চাই তামিম দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব করুক।।'
ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে গত ক'দিন ধরে তামিম ইকবালের সঙ্গে আলোচনা হচ্ছিল বিসিবির। রোববার বোর্ড সভার দিনও তামিমকে ডেকে নেওয়া হয়। এখানকার আলোচনা শেষে ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে তামিমকে চূড়ান্ত করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম