আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া উমরখাল ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
আটককৃতরা হলেন: টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. শাহজালাল (১৯), রঙ্গীখালী এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. খায়ের (১৯), উলুচামারী এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হেলাল উদ্দিন (২৬), গাজীপাড়ার সাবের আহম্মদের ছেলে নুরুল আফসার (২২) ও উলুচামারী এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩)।
র্যাব জানিয়েছে, আটককৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।উইং কমান্ডার আজিম বলেন, রবিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া উমরখাল ব্রিজ এলাকায় কয়েকজন লোক ইয়াবা লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়।
এসময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। পরে তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ২টি বিদেশি পিস্তল, ৮টি গুলি ও ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।
আমাদেরবাংলাদেশ/আরাফাত