জাহেদ হাসান,কক্সবাজার।। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রাইভেট কারে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)কক্সবাজার।
সোমবার (২৭জুন)দুপুর ১টার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার আটকিয়ে তল্লাশি শুরু করে।
এসময় প্রাইভেট কারের চালককে আটক করে জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে,পরে আটককৃত চালক ও প্রাইভেট কার কলাতলী সেভেন স্টার ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচ টেপ দ্বারা মুড়ানো প্যাকেট থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আটককৃত চালক টেকনাফ গোদার বিল মৃত অলি উল্লাহ'র ছেলে করিম উল্লাহ।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার আটকিয়ে তল্লাশি করি,প্রথমে আটককৃত চালক অস্বীকার করলেও পরে একটি ওয়ার্কসপে নিয়ে ৪ ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্হায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান,মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল ও রোড অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম