চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় গেলরাত দেড়টায় রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। রেবের দাবি, নিহতরা হাইওয়ে ডাকাত দলের সদস্য। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। রেব জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে রেবের টহলদল অভিযান চালালে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
এদিকে, গাজীপুরে রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারি ইসমাইল নিহত হয়েছে। রেব জানায়, টঙ্গী নদী বন্দর এলাকার একটি মাঠে গেলরাতে মাদক উদ্ধারে অভিযান চালালে, মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। রেবও পাল্টা গুলি চালায়। এ সময় নিহত হয় ফরিদপুরের মাদক কারবারি ইসমাইল।ঘটনাস্থল থেক অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে রেব।