ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১০/০১/২০২৪ বুধবার দুপুরে পৌর শহরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নবীন বরণ অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়।
কপোতাক্ষ আইডিয়াল একাডেমির পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, ডাক্তার মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।