নিজস্ব প্রতিবেদক।। কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে আজ ভোর রাত্রে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নৈশপ্রহরী শহীদ উল্যাহ-কে হত্যা করে প্রায় ২৫৭ ভরি স্বর্ণালঙ্কার,সাড়ে ৩০০ ভরি রুপা ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাত্রে ৪০-৫০ জনের একদল ডাকাত ভোর ৩ থেকে ৪টার মধ্যে পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে। এছাড়া ভুক্তভোগী ব্যবসায়ী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ বলেন,নিহত শহীদ উল্যাহ (৫০) ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।
তিনি আরও বলেন,মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম জানান,একই সময়ে নূর জুয়েলার্স থেকে ৭ ভরি স্বর্ণ,আড়াইশ ভরি রুপা লুট করে নিয়ে যায়। এছাড়া
ওই সময় তারা নূর জুয়েলার্স,মা-মনি জুয়েলার্স গ্রীল কেটে ডাকাতি করে। ডাকাত দল মা-মনি জুয়েলার্সর স্বর্ণের লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণ,১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
জানা যায়,শরীফ ক্লথ স্টোরের মালিক চালানে যাওয়ার সময় ডাকাত দল তার থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন রবেন্স জানায়,ডাকাতির সময় বিষয়টি টের পেয়ে ডাকাতদের প্রতিহত করতে চেষ্টা করে নৈশ প্রহরী শহীদ উল্যাহ। ডাকাত দল তাকে মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন ডাকাত দল নৈশ প্রহরীকে মাথায় আঘাত করে। পরে অতিরক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিডি.কম