আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬৮ জনে দাঁড়িয়েছে। আজ (মঙ্গলবার) দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার নতুন করে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে ৯৩ জন হুবেই প্রদেশের। এনিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৪শ৩৬ জনে।
ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। হুবেই প্রদেশে এখনও বন্ধ রয়েছে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল। এছাড়া এই ভাইরাসের উপসর্গ ইচ্ছাকৃতভাবে গোপন করলে ফৌজদারি অপরাধসহ মৃত্যুদন্ড পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে চীন সরকার। গেল ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস।
এদিকে ভয়াবহ এই ভাইরাসে মারা গেছেন উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং। এছাড়া ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর দেশে ফিরে গেছেন ২শ জন অস্ট্রেলীয় নাগরিক।
গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এছাড়া চীনের বাইরেও ২৫টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্উলিএইচও)।