আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যেখানেই আমরা কম পয়সায় করোনাভাইরাসের ভ্যাকসিন পাব, সেখান থেকেই আমরা নেব। সেইসঙ্গে মানুষকে করোনামুক্ত করব। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আমরা টাকার দিকে তাকাইনি। পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি।
শেখ হাসিনা বলেন, অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা যেখানে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায়, সেখান থেকেই ভ্যাকসিন আনব। মানুষকে করোনামুক্ত করব।
এ সময় সংসদ নেতা করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।