জাহাঙ্গীর আলম রাজু।। করোনাভাইরাস সাধারন মানুষের কষ্ট লাঘবে পাশে দাড়িয়েছেন দেশের সকল জনপ্রতিনিধিরা। পাশে দাড়িয়েছে বিভিন্ন সামাজিক ও নানান মহলের লোকজন। আশুলিয়ায় নিজ ইউনিয়নের পাশাপাশি অন্য ইউনিয়নের নিম্ন আয়ের লোকজনের পাশে দাড়িয়েছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম করোনা মোকাবিলায় শিমুলিয়া ইউনিয়ন,ইয়ারপুর ইউনিয়ন,পাথালিয়া ইউনিয়নের হতদরিদ্রদের জন্য মোট তিন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ১৫ টন চাল উপহার দেন।
এসময় ইয়ারপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ মাস্টার,পাথালিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব পারভেজ দেওয়ান ও শিমুলিয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম সুরুজ আমাদেরবাংলাদেশ.কমকে জানান,সম্প্রতি সারাবিশ্বে করোনা ভাইরাস আতংক’ বাংলাদেশে এর প্রাদুর্ভাব ঘটেছে বাংলাদেশ সরকার এই মহামারী রোগ সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য সারা বাংলাদেশের প্রায় জেলাতে লকডাউন ঘোষণা করেছেন। ঘোষণার পাশা পাশি ঘরে ঘরে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। ধামসোনা ইউপি চেয়ারম্যানের দেওয়া ত্রান আমাদের ইউনিয়নের গরীব দুংস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে। দেশের ক্রান্তিলগ্নে তার এ সাহায্যে এগিয়ে আসার কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা।
উক্ত ত্রানের বিষয় ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানান চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় দেশের এ পরিস্থিতিতে সকলকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
স্বাধীনতা যুদ্ধে সকলের দূঢ় মানসিকতায় যেমন বিজয় আনা সম্ভব হয়েছে তেমনি করোনার এ দুর্যোগকালে আমাদের সকলকে এক হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এসময় তিনি বেসরকারিভাবে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও আহবান জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম