ঢাকা।। করোনার প্রভাবে শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো টোকিও অলিম্পিক। ২০২১ সালে অনুষ্ঠিত হতে পারে এই অলিম্পিক।
এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান ডিক পাউন্ড সোমবার জানান, জাপান অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী গ্রীষ্মে অলিম্পিক আয়োজন করা হচ্ছে না।
বিবিসির সংবাদে বলা হয়েছে, সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই অলিম্পিক আয়োজন করা সম্ভব হচ্ছে না। এটা এমন এক পর্যায়ে এসেছে যে, স্থগিত করা ছাড়া কোন উপায় নেই।’
করোনা ভাইরাসের কারণে আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল কানাডা। তাদের পথ ধরে অস্ট্রেলিয়াও জানিয়েছিল, জুলাই মাসে টোকিও অলিম্পিকে তারা অংশ নেবেন না। আপাতত অলিম্পিক স্থগিত না হলে নিউজিল্যান্ডও বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। একের পর এক দেশের চাপে শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)।
এক বৈঠকের পর আইওসি-র সদস্য ডিক পাউন্ড জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টোকিও অলিম্পিক হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিভিন্ন দেশের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হল। কিছুদিনের মধ্যে বৈঠক করে পরবর্তী অনুষ্ঠানসূচি ঠিক করা হবে বলে জানান আইওসি-র সদস্য।
বিশ্বজুড়ে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে বিভিন্ন দেশ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্জি জানায় টোকিও অলিম্পিক পেছানোর। অবশেষে তাতে সাড়া দিয়ে বন্ধ রাখা হল ২০২০ সালের অলিম্পিক গেমস।