ঢাকা।। প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করেছে। মঙ্গলবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৪ হাজার আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের। একের পর এক লকডাউন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর ফলে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব।
এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদপত্র বন্ধ হতে শুরু করেছে। বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলোর মধ্যে কোনো কোনোটির বয়স ১০০ বছর। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত পত্রিকা দি সানরাইজা ডেইলি। মঙ্গলবার থেকে বন্ধ হচ্ছে পত্রিকাটির মুদ্রণ। আগামী নোটিশ দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে পত্রিকাটি মুদ্রণ।
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ড অঞ্চলের দুইটি পত্রিকা আগামী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ হয়েছে সোয়ান হিলের গার্ডিয়ান নিউজপেপার এবং গ্যানাওয়ারা টাইমস।
আজকের পর আর ছাপা হবে না দ্যা গ্রেট সাউদার্ন স্টার এবং ইয়ারাম স্ট্যান্ডার্ড। পত্রিকা দুইটির প্রথম পৃষ্ঠায় পাঠকদের উদ্দেশে বলা হয়েছে এ তথ্য। ১৪০ বছর ধরে ছাপা হয়ে আসছে ইয়ারাম স্ট্যান্ডার্ড।
এ থেকেই ধারণা করা হচ্ছে মহামারি করোনার তাণ্ডবে আগামীতে বন্ধ হতে পারে আরো বেশকিছু সংবাদপত্র।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম