আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আমেরিকা, মেক্সিকো ছাড়া বিদেশি নাগরিকদের কানাডায় প্রবেশ নিষেধ করা হলেও অবৈধভাবে এসে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেবে না কানাডা।
ফেডারেল সরকারের বর্ডার ও পাবলিক সেফটি মন্ত্রী বিল ব্লেয়ার মঙ্গলবার অটোয়া সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করার সময় এই তথ্য দেন।
তিনি বলেছেন, অবৈধভাবে কানাডায় ঢুকে রাজনৈতিক আশ্রয় চাওয়া নাগরিকদের গ্রহণ করা হবে। তবে সেখানেই তাদের স্ক্রিনিং করা হবে। তারা কোন দেশ থেকে এসেছে, কোনো ধরনের অসুস্থতা আছে কী না এই সব খোঁজ খবর করার পর অস্থায়ী আশ্রয়কেন্দ্র রাখা হবে। সেখানে তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের সেল্ফ আইসোলেশনে রাখা হবে।
কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের হিসাব অনুযায়ী, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ৫৪ হাজার বিদেশি নাগরিক অবধৈভাবে কানাডায় এসে শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছে। তাদের সিংহভাগই কানাডায় রয়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম