আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের ভারতের আরও এক নাবিক আক্রান্ত হয়েছেন।
তার বাড়ি ভারতের উত্তর দিনাজপুরের বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা আনন্দবাজার।
আনন্দবাজার জানিয়েছে জাপানের উপকূলে আটক ডায়মন্ড প্রিন্সেস জাহাজের বাঙালী কর্মী বিনয়কুমার সরকারকে ২০ ফেব্রুয়ারিতে দেশে পাঠানোর কথা ছিল। দেশে পাঠানোর আগে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হলে করোনার ধরা পড়ে তার শরীরে।
এ নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতির।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম