প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ
করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে জলবায়ু ফোরামের সংলাপ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। করোনাকালে নারীর উপর সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে আমাদের করনীয় এবং উপকূলে সরকারের গ্রামীন উন্নয়ন টেকসই এবং জলবায়ুর অর্থায়নে সচ্ছতা নিশ্চিত করনে নাগরিক সমাজের সংগঠন চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টায় উপজেলার কোস্ট ফাউন্ডেশনের সেমিনার হলরুমে স্বাস্থ্যবিধি ও শারিরিক দূরত্ব বজায় রেখে করোনাকালের সমসাময়িক বিষয় নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়৷
উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক এর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক সামসুন্নাহার স্নিগ্ধা, সহ-সভাপতি মনির আসলামি, সম্মানিত সদস্য পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,প্রভাষক অসীম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, প্রভাষক মো.কামরুজ্জামান, প্রভাষক মো.নজরুল ইসলাম, প্রভাষিকা শাহনুর বেগম বিউটি, ফারজানা আফরোজ সখি, মাহমুদা খানম মিলি, আমিনুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরি,সাবিনা ইসলাম রুপা ও তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন ভোলা জেলা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও বিগত কার্যক্রমের বিবরন তুলে ধরেন প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ এবং সার্বিক সহায়তায় ছিলেন,একাউন্টস এন্ড এডমিন অফিসার মোঃ ইব্রাহিম।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম