আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাড়ে ১৬ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির থাবা থেকে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এক সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে তিনি আহ্বানটি জানান। গুতেরেস বলেছিলেন, এখন সশস্ত্র সংঘাতকে লকডাউনে পাঠানো এবং সকলের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময় এসেছে।
তিনি আরও বলেন, আপনারা সকলে বন্দুকের গর্জন থামান, বোমা বর্ষণ ও বিমান হামলা বন্ধ করুন। আর তা হলেই কেবল জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম