আর করোনাভাইরাস কোভিড-নাইন্টিনে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে।
এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে চার শতাধিক নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দুটি বিশেষ বিমানে করে তাদের নিয়ে যাওয়া হয়।
বিমান দুটির একটি ক্যালিফর্নিয়া ও একটি টেক্সাস সেনাঘাঁটিতে অবতরণ করে। এখানে জাহাজের নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।
তবে জাহাজটিতে থাকা করোনাভাইরাসে আক্রান্ত ১৪ মার্কিনি এবং ৪০জনের মধ্যে এ ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায়, তাদের বিমানে তোলা হয়নি। তাদের জাপানেই চিকিৎসা দেয়া হবে।
করোনা সংক্রমণ রোধে জাপানের নতুন সম্রাটের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে টোকিও ম্যারাথনও।