আর্ন্তজাতিক ডেস্ক।। বিশ্বের ১শ ৫৭টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৫ জন। আক্রান্ত ১ লাখ ৮২ হাজারের বেশি। করোনার ভয়াবহতা বেড়েই চলেছে ইউরোপে। আজ (মঙ্গলবার) থেকে সীমান্ত বন্ধ জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইতালি ও স্পেনের পর জার্মানিতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় দেড় হাজার। আর মারা গেছে ১৭ জন। বন্ধ রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠানসহ সবধরণের ভ্রমন চলাচল।
বন্ধ করা হয়েছে বিশ্বের প্রায় সকল সীমান্ত। শীথিল করা হয়েছে সকল বিমান চলাচল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম