আর্ন্তজাতিক ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড-১৯) এ সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ হাজার ৭ জন। এছাড়াও আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় দুই লাখ। বিবিসি জানিয়েছে এ মুহুর্তে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ এক হাজার ৫৩০ জন; আর মৃতের সংখ্যা ৮ হাজার ৭ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে এই ভাইরাসের উৎসদেশ চীন। চীনে এখন পর্যন্ত ৮১ হাজার ১০২ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরপরের অবস্থানে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬।
এদিকে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বুধবারই। এই ভাইরাসের সংক্রমণে এটিই দেশে প্রথম মৃত্যু। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।