আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৩১।
করোনা ঠেকাতে ইতোমধ্যে পুরো ইতালিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
ইতালির প্রধানমন্ত্রী জিউস্পে কন্টি তার দেশের নাগরিকদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। সরকারের অনুমতি ছাড়া কাউকে ভ্রমণ না করার পরামর্শ দেন।
করোনার কারণে ইতালিতে ফুটবল ম্যাচসহ সব ধরনের খেলাধুলার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র বিশেষ দাপ্তরিক কাজের লোক ছাড়া কারো বের হওয়ার অনুমতি নেই।