আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে চীনে মোট ৮১১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি। এদের মধ্যে শনিবার নতুন করে আরও ২ হাজার ৬৫৬ জন রোগি শনাক্ত হয়েছে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৮১৩ জন। চীনের বাইরে কেবল হংকং ও ফিলিপাইনে একজন করে মোট দুই জন মারা গেছে। তারা চীনের হুবেই প্রদেশ থেকেই সংকামিত হয়ে দেশে ফিরেছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটির এমন মহামারীতে রূপ নেওয়ার কারণ অনুসন্ধানে তারা চীনে একটি বিশেষজ্ঞ দল পাঠাবে। সোম বা মঙ্গলবার চীনের উদ্দেশে রওনা দেবে দলটি।
রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জনিয়েছে, করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০২-০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ছাড়িয়ে গেছে। সে সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২৪টিরও বেশি দেশে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়, আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরে দেশটির সবগুলো প্রদেশে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ২৭টির বেশি দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে সংক্রামিত রোগী।
প্রাণঘাতী এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় বলে বেশিরভাগ দেশ চীনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। চীনফেরতদের জন্য সীমান্ত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ। জাপান ও হংকংয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে দুটি প্রমোদতরীকে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম