বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ২৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮ লাখ ২৫ হাজার মানুষ।
যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় ৮১৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটির মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯ লাখ ৩০ হাজারের বেশি, মোট প্রাণহানি ৫২ হাজারের বেশি। তবে, করোনার প্রাদুর্ভাব কম থাকায় দেশটির জর্জিয়া, আলাস্কা ও ওকলাহোমা অঙ্গরাজ্যে খুলেছে ছোট ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে, ইউরোপের দেশ ইতালিতে গত এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু রেকর্ড হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছের ৪১৯ জন। আর মোট মৃত্যু ২৬ হাজারের বেশি। স্পেন ও ফ্রান্সে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। তুরস্কে আক্রান্ত এক লাখেরও বেশি।
অন্যদিকে, করোনার প্রকোপ কম এলাকায় কিছু কিছু ছোট দোকান খোলার অনুমতি দিয়েছে ভারত।