আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসে বিশ্বে প্রতিদিন সময়ের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল ১১ জানুয়ারি চীনের উহান শহরে প্রথম ব্যক্তি মারা যায় এই ভাইরাসে। ১০ ফেব্রুয়ারি মারা যাওয়ার সংখ্যা ছাড়ায় ১ হাজার। এরপর ইউরোপে ভাইরাস ছড়িয়ে পড়লে আরো দ্রুত বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ১৯ মার্চ গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ায়। মার্চের শেষে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ রুপ ধারণ করে করোনা ভাইরাস। ২ এপ্রিল বিশ্বে ৫০ হাজার মানুষ মারা যায় প্রাণঘাতী এই ভাইরাসে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রথম ৫০ হাজার মৃত্যুর আটদিন পর ১০ এপ্রিল মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ায়। আর পরবর্তী সাতদিনে আরও ৫০ হাজার মৃত্যুতে সেই সংখ্যা ছাড়ালো দেড় লাখ (১৬০,৭৮৪, রবিবার সকাল ১১টা পর্যন্ত)। এছাড়া আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২,৩৩২,৪৫৬জন।