চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব-সাহেব গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করায় পুরো গ্রাম লকডাউন করা হয়েছে। পাশাপশি ওই ইউনিয়নে জন সাধারণের চলাচলও সীমিত করা হয়েছে। এলাকায় সার্বক্ষনিক পুলিশ মোতায়েন রয়েছে।
৬ এপ্রিল সোমবার দুপুরে কৃষিকাজ শেষে ঢাকার মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব-সাহেব গ্রামের মৃত হাসিমুদ্দিনের ছেলে মোজাম্মেল। ৪৬ বছর বয়সী মোজাম্মেলের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ অর্থাৎ তীব্র জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট ছিলো। বাড়ি ফেরার পর তিনি আলাদা একটি ঘরে কোয়ারেন্টাইনে ছিলেন এবং রাত ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তিনি মুত্যুবরণ করেন।
কিন্তু তার মৃত্যুর বিষয়টি পরেরদিন মঙ্গলবার সকালে জানাজানি হয় এবং সকালেই তাকে দাফন করা হয়।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, দেরি হওয়ার কারণে মৃত ব্যক্তির দেহের রক্তের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। কারণ করোনার জীবানু মৃত দেহে প্রায় ৪ ঘণ্টা সক্রিয় থাকে। তারপর সেটি আর থাকে না।
এ ঘটনার পর থেকেই সাহেব গ্রামের পুরো এলাকা লকডাউন ঘোষণা করা সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই গ্রামের সকল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।
আ/রি
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম