আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়েই চলছে ইউরোপের দেশগুলোতে। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে স্পেন, ইতালি ও জার্মানি। সিএনবিসি নিউজ জানাচ্ছে, গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৭০৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জার্মানিতে। যা গেল এপ্রিল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় স্পেনে ৩ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২৭ জনের।ইতালিতে বৃহস্পতিবার একদিনেই নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৫ জন। তবে এদিক থেকে ভালো অবস্থানে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। টানা ১৬ দিনেও দেশটিতে নতুন করে শনাক্ত হয়নি কোনও বাংলাদেশি।
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনার সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায়। নতুন করে আরও কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে চীন নিউজিল্যান্ড ও জ্যামাইকায়।
স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৪ হাজার ২২৯ জন আক্রান্ত হয়েছে। মোট মৃত ২৮ হাজার ৮১৩ জন। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ১১৮ জন। মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪১৮ জনের। ২ লাখ ৩১ হাজার ২৮৪ জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে। মৃতের সংখ্যা ৯ হাজার ৩২৪ জন।
বিশ্বজুড়ে কোভিড-নাইনটিনে প্রাণ হারিয়েছে ৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৫ লাখের অধিক মানুষ।
আমাদেরবাংলাদেশ/রিফাত