ঢাকা।। ম্যানহাটনের পিয়ার-৯০তে আমেরিকান নেভির জাহাজ ইউএসএনএস-কমপোর্ট ১ হাজার রোগীর বেড নিয়ে নিউইয়র্কে আসে। ৩০ মার্চ স্থানীয় সময় দুপুরে সেই জাহাজ দেখতে শত শত আমেরিকান উৎসুক জনতা ভিড় করেছিলেন।
সেই এলাকার কর্তব্যরত পুলিশ অফিসার বাংলাদেশি বংশোদ্ভূত রাজুব ভৌমিক বলেন, আমি তো ভেবেছিলাম এটা বাঙালীর স্বভাব। বাঙালীই একমাত্র জাতি যারা লকডাউনের মধ্যে সেনাবাহিনী দেখতে রাস্তায় যায়। না, আসলের এটা মানুষেরই স্বভাব।
তিনি বলেন, আসলে মানুষ জন্মগতভাবেই কৌতূহল প্রিয়। কিন্তু এই কৌতূহলতা যেন কারও মৃত্যুর কারণ না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে।-যুগান্তর