ঢাকা।। বিশ্বব্যাপী ভয়াবহ রূপে আবির্ভূত অচেনা করোনা ভাইরাসের শিকার ১৫ লাখের বেশি মানুষ। যেখানে প্রাণহানি লাখের কোটায় হাতছানি দিচ্ছ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির কবলে পড়েছে মোট মৃতের সংখ্যার অনুরূপ। এসময়ে সাড়ে ৮৮ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। যেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ১৮ হাজার ২৩ জনে। অপরদিকে, মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৬ হাজার ৩৮৩ জন। এতে করে উৎপত্তির তিন মাসে প্রাণহানির সংখ্যা ৮৮ হাজার ৪৫৭ জনে ঠেকেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।